হয়ত একদিন একসাথে থাকবনা আর ক্লাসে,
হয়ত কারো কথা ভেবে অজস্র অশ্রু ভেরুবে
চোখে।
হয়ত একদিন ভুলে যাব সব পুরনো স্মৃতিকে,
হয়ত একদিন চাইব সেই পুরনো দিনে ফিরে
যেতে।
হয়ত একদিন হাটব একা একা কোনো পথে,
হয়ত সেদিন কোনো বন্ধুকে পড়বে মনে।
হয়ত একদিন পারবনা আর ক্লাসে বসে ফেসবুক
চালাতে,
হয়ত সেদিন গ্রুপটা ও প্রাণহীন হয়ে থাকবে।
হয়ত একদিন হোয়াটস অ্যাপ এ করবনা আর চ্যাটিং,
হয়ত সেদিন সার্কেলে করবনা ফিলিংস শিয়ারিং।
হয়ত একদিন থাকতে হবেনা আর ক্যামেরার ভয়ে,
হয়ত সেদিন হঠাৎ কোনো স্মৃতি পড়বে মনে।
হয়ত একদিন কোনো টিচার শুনাবেনা কোনো
কথা,
হয়ত সেদিন ড্রেস না পড়ার জন্য খেতে
হবেনা আর বকা।
হয়ত একদিন ক্লাসে গিয়ে করবনা আর পার্টি
সেলিব্রেট,
হয়ত সেদিন মিস করব চুরি করা সেই চকলেট।
হয়ত কারো কথা ভেবে অজস্র অশ্রু ভেরুবে
চোখে।
হয়ত একদিন ভুলে যাব সব পুরনো স্মৃতিকে,
হয়ত একদিন চাইব সেই পুরনো দিনে ফিরে
যেতে।
হয়ত একদিন হাটব একা একা কোনো পথে,
হয়ত সেদিন কোনো বন্ধুকে পড়বে মনে।
হয়ত একদিন পারবনা আর ক্লাসে বসে ফেসবুক
চালাতে,
হয়ত সেদিন গ্রুপটা ও প্রাণহীন হয়ে থাকবে।
হয়ত একদিন হোয়াটস অ্যাপ এ করবনা আর চ্যাটিং,
হয়ত সেদিন সার্কেলে করবনা ফিলিংস শিয়ারিং।
হয়ত একদিন থাকতে হবেনা আর ক্যামেরার ভয়ে,
হয়ত সেদিন হঠাৎ কোনো স্মৃতি পড়বে মনে।
হয়ত একদিন কোনো টিচার শুনাবেনা কোনো
কথা,
হয়ত সেদিন ড্রেস না পড়ার জন্য খেতে
হবেনা আর বকা।
হয়ত একদিন ক্লাসে গিয়ে করবনা আর পার্টি
সেলিব্রেট,
হয়ত সেদিন মিস করব চুরি করা সেই চকলেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন